সুতি থানা এলাকায় একটি ১০বছরের শিশু কন্যার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

সুতি থানা এলাকায় একটি ১০বছরের শিশু কন্যার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

     

     

     

     

    আব্দুস সামাদ, জঙ্গিপুর:- মুর্শিদাবাদ জেলার সুতি থানায় একটি শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সমগ্র সুতি থানায়। এলাকায় জানা যায় যে শিশু মেয়েটির নাম রোজিনা খাতুন বয়স ১০ বছর সে অরঙ্গবাদ গার্লস স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী। বিগত দুইদিন ধরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও কোন খবর মিলেনি রোজিনা খাতুনের। আজ সন্ধ্যা নাগাদ সুতির কাস্টম ঘাট এলাকায় ভাসমান অবস্থায় মিলল একটি মৃতদেহ। সাথে সাথে সুতি থানায় খবর দেওয়া হলে সুতি থানার পুলিশ খবর দেয়া হলে কাস্টম ঘাটে এসে উপস্থিত হয়। সেই মৃতদেহটি পুলিশ প্রশাসনের কাছ থেকে জানা যায় রোজিনা খাতুন নামে সেই মেয়েটির।

     

    ময়নাতদন্তের জন্য পাঠানো হয় পুলিশ প্রশাসন পক্ষ থেকে।