|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে, মেখলিগঞ্জ ব্লকের ২০০ নম্বর জামালদহ এলাকায়। দেহটি স্থানীয় বাসিন্দাদের নজরে পরায় তারা নিকটবর্তি থানায় খবর দেয়। এরপরই স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং দেহটি উদ্ধার করে। এই ঘটনার জেরে গোটা এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জামালদহ বাজারে এই মৃতদেহটি স্থানীয়দের নজরে পরে। জানা গিয়েছে, মৃতের নাম পঞ্চানন রায় বসুনীয়া (৫৭)। মৃতের বাড়ি থেকে প্রায় এক কিমি দূরে তার দেহটি উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দাদের মতে মৃত ব্যক্তিটি এলাকায় সারাভারত ফরওয়ার্ড ব্লকের কর্মী ছিলেন।
পুলিশ সুত্রে জানা গেছে, মৃত দেহটিকে তারা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানান্তর করেছে। তবে মৃত্যুর কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। মেখলিগঞ্জ থানার পুলিশ এই ঘটনাটিতে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছেন। দলের মেখলিগঞ্জ লোকাল কমিটির সম্পাদক অজিত বর্মন বলেন, ‘ফরওয়ার্ড ব্লকের একনিষ্ঠ কর্মী ছিলেন পঞ্চাননবাবু। তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হল।