|
---|
নিজস্ব প্রতিবেদক:- সাংঘাতিক ঘটনা মালদা (Malda)। রীতিমতো চাঞ্চল্য ছড়াল ইংরেজ বাজারে (English Bazar)। মালদার ইংরেজ বাজার থানার মিল্কির মির্জাচক এলাকায় এক যুবতীর মৃতদেহ উদ্ধার (Hanging body recovered) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গেছে মৃত ওই যুবতীর নাম মুসকান খাতুন। তার বয়স মাত্র ১৯। রবিবার সকালের ঘটনা। এদিন বাড়ি থেকেই ওই যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ওই যুবতী আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা, তা কিছুই বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। এমনটাই দাবি তাঁদের। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।