|
---|
নিজস্ব প্রতিবেদক:- শপথ গ্রহণের পরের দিনই সিউড়ি পুরসভার উপ পুরপ্রধানের বাড়িতে বোমাবাজি। গতকাল রাত পৌনে ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে সিউড়ির ৩ নম্বর ওয়ার্ডের রক্ষাকালীতলায়। সিসি ক্যামেরায় ধরা পড়েছে, ৩টি বাইকে ৬ জন দুষ্কৃতী আসে। তারা তৃণমূল নেতা ও সিউড়ি পুরসভার উপ পুরপ্রধান বিদ্যাসাগর সাউয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে। প্রায় ১৫-২০টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সিউড়ি থানার পুলিশকে নিয়ে রাতেই ঘটনাস্থলে যান ডিএসপি আইন শৃঙ্খলা অয়ন সাধু। কী কারণে হামলা খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূল নেতার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। সপ্তাহখানেক আগেই, হালিশহরে (Halishahar) তৃণমূল কাউন্সিলরের (TMC Councillor) বাড়ির সামনে বোমাবাজি ঘটনা ঘটেছিল। গতকাল অর্থাৎ শনিবার তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে ২টি বোমা ছোড়ার অভিযোগ তুলেছেন কাউন্সিলর অশোক যাদব। বোমাবাজিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূল কাউন্সিলরের গাড়ি। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। রাতেই বোমার টুকরো উদ্ধার করে পুলিশ। কী কারণে হামলা করা হয়েছে, উঠছে প্রশ্ন। সেই সিসিটিভি ফুটেজ থেকেই দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।অন্যদিকে ২৭ ফেব্রুয়ারি পুরসভা নির্বাচন (WB Municipal Polls 2022) ছিল। তার আগেও রাজনৈতিক হিংসার খবর উঠে আসে একাধিক জায়গা থেকে। মুর্শিদাবাদে (Murshidabad News) তৃণমূল (TMC) প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ সামনে আসে। এই ঘটনায় কংগ্রেসের (Congress) দিকে অভিযোগের তির ছোড়ে তৃণমূল। তারা যদিও অভিযোগ খারিজ করে। কংগ্রেস পাল্টা হেনস্থার অভিযোগ তোলে জোড়াফুল শিবিরের দিকেই।কিছুদিন আগে পুরভোটের আগে, ভাটপাড়ায় বোমাবাজির ঘটনা ঘটেছিল। ভাটপাড়া পুরসভার বিজেপি প্রার্থী সুমিত্রা মণ্ডল যিনি প্রয়াত শােভারানী মণ্ডলের পূত্রবধূ। তাঁর বাড়িতে বোমাবাজি হয়। ঘটনাটি ঘটেছে শ্যামনগরে। অভিযোগের আঙুল শাসক দলের দিকে। সূত্রের খবর, রাতে ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে সুমিত্রা মণ্ডলের বাড়িতে বােমা মারা হয়। যদিও অভিযোগের তির তৃণমূলের দিকে থাকলেও তাদের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।