|
---|
“বন্ধু ওয়েলফেয়ার” স্বেচ্ছাসেবী সংগঠনের সামান্য প্রয়াস: করোনা মোকাবেলায়
নিজস্ব প্রতিবেদক, নতুন গতি : করোনা মহামারীর কারণে ভারত তথা সারা বিশ্ব আজ এক অভাবনীয় আর্থিক সংকটের সম্মুখীন, বিশেষ করে গরীব ও দিনমজুররা আজ চরম খাদ্যসংকটের শিকার। আমাদের সকলের উচিত সেই সব মানুষজনদের পাশে দাড়ানো। সেই কথা মাথায় রেখে ও সামাজিক দায়বদ্ধতা কাঁধে নিয়ে “বন্ধু ওয়েলফেয়ার” স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যের সামান্য প্রয়াস।
এই লকডাউনের সময়ে, প্রশাসনকে জ্ঞাত করে খড়দহ, সারদাপল্লী ও শান্তিপল্লী এলাকার দিনমজুর, ভিক্ষুক ও সমাজের কিছু সুবিধাবঞ্চিত মানুষদের অতি প্রয়োজনীয় কিছু খাদ্যসামগ্রী বিতরণ করে তারা। তাদের সাধ্যমত চেষ্টা যতটা খাদ্যসামগ্রী পৌছে দেওয়া যায় প্রয়োজনীয়দের দোরগোড়ায়।
এর আগেও বিভিন্ন কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়াতে দেখাগেছে এই সংস্থার সদস্যদের। কিন্তু এবার একটু অন্যরকম ভাবে সংস্থার পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে বিশেষ ভাবে অনুরোধ করেন তারা যাতে কেউ বাড়ির বাইরে বিনা কারণে না বেরোয় সেই সঙ্গে যেনো সবাই সরকারি নিয়ম মেনে বাড়িতেই থাকেন।