|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর……সম্প্রতি ‘বিশ্ব শান্তি দিবসে” একটি ঘরোয়া সভায় অখণ্ড মেদিনীপুর জেলার ও খণ্ডিত মেদিনীপুর জেলার ব্লক ভিত্তিক বাংলা ম্যাপসহ জেলার ভৌগোলিকও প্রশাসনিক বিবরণ , মেদিনীপুর নামের উৎস সহ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক বিবরণ, বিপ্লবীদের জীবনী , সাহিত্যচর্চায় ও বিজ্ঞান সাধনায় নিমগ্ন ব্যক্তিবর্গের জীবনী , ক্রীড়াক্ষেত্র , সংবাদপত্রের সংক্ষিপ্তসার , মেদিনীপুরে পদার্পণকারী মনীষীদের জীবনী,রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক শিক্ষকদের তালিকা ,ঊনবিংশ শতকে স্থাপিত কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক- শিক্ষিকার নাম , সড়ক ও রেল যোগাযোগ , বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজের এবং অখণ্ড জেলার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মন্ত্রীদের তালিকা সহ মেদিনীপুর জেলার ওপর লেখক অমিত সাহুয়ের লেখা রসচিত্র এক অনন্য পুস্তক, “আমার জেলা মেদিনীপুর” বইয়ের বর্ধিত নবতম সংস্করণটির প্রকাশ করলেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক, লেখক ও অবসরপ্রাপ্ত জেলা বিদ্যালয় পরিদর্শক, শিক্ষাবিদ ড.মধুপ দে।
উপস্থিত ছিলেন সাহিত্যিক ও প্রধান শিক্ষক বিনোদ মন্ডল , কবি ও প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া , গবেষক ও শিক্ষক অতনু মিত্র,সমাজকর্মী ও শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক মণিরাজ ঘোষ এবং বইটির লেখক অমিত কুমার সাহু।বইটির প্রকাশক “ডাব পাবলিশিং হাউস”।