|
---|
নিজস্ব সংবাদদাতা : দশেরার দিন হরিয়ানার যমুননগরে জ্বলন্ত রাবণের কুশপুতুল জনতার মাঝখানে পড়ে বিপত্তি, বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে বিশালাকার রাবণের কুঁশ পুতুল জ্বলন্ত অবস্থায় জনতার ভিড়ের মধ্যে পড়ে যায়, ভীত হয়ে অনেকেই ছোট ছোট শুরু করে দেন। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত পুরাণে বর্ণিত আছে এই দিনে রাবণকে বধ করেছিলেন রামচন্দ্র। তাই এই দিনটিকে বিভিন্ন জায়গায় ঘটা করে পালন হয়ে থাকে। গত দুই বছর করোনার কারণে সেইভাবে পালন করা হয়নি রাবণ বধ হরিয়ানার যমুনা নগরে। এই বছর পরিস্থিতি স্বাভাবিক থাকার কারণে, ঘটা করে রাবণ বধ অনুষ্ঠান পালনের আয়োজন করা হয়। বিশালাকার রাবণের কুস পুতুলের গায়ে আতশবাজি লাগানো হয়, এরপর তাতে করা হয় অগ্নিসংযোগ। আচমকা রাবণের বিশালাকার কুষ পুতুল জনতার ভিড়ের মধ্যে পড়ে যায়, ঘটনার ভিডিও দেখলে শিউরে উঠতে হয়।