|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ি কলকাতা রুটের বাসভাড়া 4999 টাকা।অবাক হবার কিছুই নেই কলকাতা যদি আপনি বাসে যেতে চান তবে আপনাকে দিতে হবে 4999 টাকা।গতকাল অ্যাপে সার্চ করে এটাই দেখা গেছে।কি কারনে বাসভাড়া এত নেওয়া হচ্ছে সেটা বলছেন না কেউই।
শিলিগুড়ি জলপাইগুড়ি ওয়েলফেয়ার এজেন্সির সংগঠক প্রসেনজিৎ রায় জানিয়েছেন এত ভাড়া হয় নাকি কোনদিন?এতে তো উত্তরবঙ্গেরই বদনাম হচ্ছে।বর্তমানে ট্রেন বন্ধ কয়েকদিন ধরে,সেকারনেই বাসের টিকিটের দাম বেড়েছে এতটা।তা বলে এত?সারাদিন তেনজিং নোরগে বাস টার্মিনার্সে দালালদের দৌড়াদৌড়ি দেখা গেল,যে যার মতন টিকিটের দাম হাকাচ্ছেন।আর যাত্রীরা দিশেহারা হয়ে ঘুরে যাচ্ছেন।ট্রাভেল এজেন্সির কাছে গেলেও তারা কিছুই জানাতে পারছেন না এ বিষয়ে।হতাশ হয়ে যাত্রীরা সেই 5000টাকা দিয়েই টিকিট কাটতে বাধ্য হচ্ছেন।টিকিটের দাম এত হবার কারন কি?এক দালালকে জিঞ্জাসা করা হলে সে জানায় মানুষের প্রয়োজনে মানুষ পয়সা দিয়ে টিকিট কাটছে এতে চিন্তার কিছুই নেই।তবে বাসের টিকিটের দাম নিয়ে মানুষের অভিযোগ বাড়ছে দিনের পর দিন গতকান ওয়েলফেয়র্স আসোসিয়েসনের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয় ওয়েষ্টবেঙ্গল ট্যাসপোর্ট মিনিষ্ট্রির অফিসে।