এসএসসি আইনের  ‘বদল’ করল কলকাতা হাইকোর্ট বদলির ক্ষেত্রে একটি নিয়ম পাল্টে দিল

নিজস্ব সংবাদদাতা : এসএসসি আইনের  ‘বদল’ করল কলকাতা হাইকোর্ট । বদলির ক্ষেত্রে একটি নিয়ম পাল্টে দিল। এত দিন ৫ বছরের কম চাকরির মেয়াদকালে (tenure) বদলি করা যেত না। শারীরিক অসুস্থতার জন্যেও এত দিন বদলি আটকে যেত। বর্ধমানের হামিদা খাতুনের মামলায় সেই নিয়মেরই বদলের নির্দেশ। শারীরিক অসুস্থতা (physical problem) থাকলেও বদলি কার্যকরের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৫ বছরের কম চাকরির মেয়াদেও বদলি কার্যকর, নির্দেশ হাইকোর্টের। ৬ সপ্তাহের মধ্যে বদলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, বললেন বিচারপতি। সঙ্গে মন্তব্য,’অসুস্থতা কি ডাকবিভাগে বলে আসে? যে কোনও সময় যে কেউ অসুস্থ হতে পারেন।’সাধারণ ভাবে যে নিয়ম রয়েছে তাতে কোনও শিক্ষক স্কুলে যোগ দেওয়ার পর পাঁচ বছরের মধ্যে বদলির আবেদন করতে পারেন না। কিন্তু এসএসসি-র এই নিয়মের বিরুদ্ধেই কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বর্ধমানের এক শিক্ষিকা। তাঁর যুক্তি ছিল, শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘ পথ পেরিয়ে স্কুলে যোগ দিতে পারছেন না। আসা-যাওয়া মিলিয়ে প্রায় ৪০০ কিলোমিটার পথ তাঁকে অতিক্রম করতে হত, দিতে হত বাড়তি খরচও। ঠিক এই জায়গাতেই অন্য কথা বলল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা জানালেন, পাঁচ বছরের আগে বদলি করা যাবে না, এই নিয়ম এই শিক্ষিকার ক্ষেত্রে প্রযোজ্য নয়। বাড়ির কাছাকাছি কোনও একটি স্কুলে তাঁকে বদলির জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও এই জাতীয় আইনকে উপেক্ষা করে অতীতে বদলির নির্দেশ দিয়েছিলেন। দ্বিতীয় বারও এক পথে হাঁটল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, গত সপ্তাহখানেক ধরে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। দুর্নীতির তদন্ত শুরু করে এর মধ্যেই রাজ্যের প্রাক্তন স্কুলশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। চলছে জেরা।