শুক্রবার রাজধানীতে তাপমাত্রার রেকর্ড পতন

নিজস্ব সংবাদদাতা :অধীর আগ্রহে দেশবাসী শীতের জন্য অপেক্ষা করছে, এদিকে শুক্রবার রাজধানীর তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই পতন ঘটেছে। তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৯.৬, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সূত্রে খবর শীত পড়ার সঙ্গে সঙ্গে দিল্লিতে বায়ু দূষণের পরিমাণ বাড়ছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা বাড়লেও রাতের দিকে তাপমাত্রার এক ধাক্কায় অনেকটাই পতন হচ্ছে। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে বাইশে নভেম্বর এর পর জাকিয়ে শীত অনুভব করতে পারবেন রাজ্যবাসী। দার্জিলিং কালিম্পং আগামী দুই দিনের মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।