এসএসসি ভবনের সার্ভার রুমের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল সিবিআই

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বাইরে থেকে যাতে কেউ সার্ভার রুমের ইন্টারনেট ব্যবহার করতে না পারেন, তাই এসএসসি ভবনের ওই সার্ভার রুমের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল সিবিআই। এর পেছনে মুল উদ্দেশ্য সার্ভার হ্যাক করে যাতে নথি নষ্ট করাকে রোখা। এর আগে সার্ভার এবং ডেটাবেস রুম, যে ঘরে ১৪টি কম্পিউটার এবং ৬টি আলমারি রয়েছে, সেই ঘর দু’টি সিল করে দেওয়া হয়েছে।

    আদালতের নির্দেশ অনুযায়ী গত ১৮ মে সল্টলেকের এসএসসি ভবনের নিরাপত্তার দায়িত্ব সামলেছে সিআরপিএফ। আপাতত এসএসসি’র চেয়ারম্যান, চেয়ারম্যানের পরামর্শদাতা, স্টেনো, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছাড়া কেউই আর ঢুকতে পারবেন না এসএসসি ভবনে।