|
---|
কালিয়াচক: বৃহস্পতিবার ১১ ই জ্যৈষ্ঠ সাড়ম্বরে পালিত হল কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তী উৎসব কালিয়াচকের নজরুল সভাগৃহে । এদিন কালিয়াচক শিল্পী সংসদ এর উদ্যোগে এবং বেশকিছু আবাসিক মিশনের সহযোগিতায় এদিনের নজরুল জয়ন্তীতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কবি নজরুল সম্পর্কে বক্তব্য , নজরুল সঙ্গীত, নৃত্য , কবিতা আবৃত্তি, নাটক, মূকাভিনয়, দর্শকদের কাছে এক নজরকাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও নজরুল এর প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। এই বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াচক-১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সেলিম হাবিব সর্দার , কালিয়াচক থানার এস আই মৌসুমি রায় মল্লিক , বিশিষ্ট চিকিৎসক হাজেরুল ইবকার, চিকিৎসক দিবস সিনহা, কালিয়াচক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আসগার , শিক্ষক মাসিউর রহমান প্রমুখ।
এই অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য ছিল কাজী নজরুল ইসলাম এর জীবনাদর্শ নিয়ে বিভিন্ন বিষয়ক মূলক আলোচনা । তার কবিতা লেখনির দ্বারা সমাজ ও দেশের যুবশক্তিদের জাগ্রত করা । তার লেখায় ছিল মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতি বজায় রাখা ।
এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান টি সুষ্ঠু ভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষাব্রতী তানিয়া রহমত ।