অডিট করতে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদল পড়লেন গ্রামবাসীদের ক্ষোভের মুখে

নিজস্ব প্রতিবেদক:-রাজ্যের তরফ থেকে এর আগেও বহুবার অভিযোগ তোলা হয়েছে যে ১০০ দিনের কাজ প্রকল্পের টাকা কেন্দ্রের তরফ থেকে পাঠানো হচ্ছে না। বঞ্চিত করা হচ্ছে এই রাজ্যকে । আর এবার সেই একই অভিযোগ তুললেন গ্রামবাসীরা । অডিট করতে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদল পড়লেন গ্রামবাসীদের ক্ষোভের মুখে। ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার রানাঘাট পঞ্চায়েতের আউলডাঙ্গা গ্রামে। যদিও পরবর্তীতে ক্ষুব্ধ গ্রামবাসীদেরকে আশ্বাস দেন কেন্দ্রীয় প্রতিনিধিদল । তাদের কাজের সম্পূর্ণ টাকা পাবেন বলে প্রতিশ্রুতি দেন তাঁরা।সূত্র অনুযায়ী খবর, আজ আউলডাঙ্গা গ্রাম তিন সদস্যের একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল পরিদর্শন করতে আসেন। তাঁরা মূলত ১০০ দিনের কাজের খতিয়ান দেখতে এসেছিলেন । তবে গ্রামবাসীদের সামনাসামনি হয়ে রীতিমতো বিপাকে পড়েন তাঁরা। ১০০ দিনের কাজ করেও দীর্ঘদিন ধরে টাকা পাচ্ছেন না তাঁরা । এই অভিযোগ বর্তমানে ক্ষোভে পরিণত হয়েছে । আর আজ সেই ক্ষোভই প্রকাশ পায় ওই প্রতিনিধি দলের সামনে। যার কারণে বাগদার পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সেই সমস্ত বিক্ষুব্ধ গ্রামবাসীরা।তাঁরা অভিযোগ জানান যে , ১০০ দিনের কাজের টাকা তো পাচ্ছেনই না একইসঙ্গে তাদের জব কার্ডে যে টাকা ঢুকছে সেই টাকাও তাঁরা পাচ্ছেন না । কারণ টাকা ঢোকার পর পঞ্চায়েতের সদস্যরা টাকা তুলে নিয়ে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিচ্ছেন কিংবা অন্য কাউকে ভাগ দিয়ে দিচ্ছেন। ১০০ দিনের কাজ প্রকল্পের যিনি স্থানীয় সুপারভাইজার রয়েছেন তাঁর কাছে টাকা চাইতে গেলেও দেওয়া হয়নি টাকা।এর মধ্যে অনেকবারই পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিসের চক্কর লাগিয়েছেন তাঁরা কিন্তু কিছুতেই কিছু কাজ হয়নি। তাই এদিন তাঁরা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনেই ১০০ দিনের কাজ সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন। তবে স্থানীয় বিজেপির তরফ থেকে জানানো হয় যে , এই পুরো বিষয়টিতে হাত রয়েছে তৃণমূলের । কেন্দ্রীয় প্রতিনিধি দল যাতে সুষ্ঠুভাবে অডিট না করতে পারে তার জন্যে এই প্রচেষ্টা করা হয়েছিল। যদিও ওই প্রতিনিধি দলের তরফ থেকে ক্ষুব্ধ গ্রামবাসীদেরকে আশ্বস্ত করা হয় । জানানো হয় তাঁরা তাদের কাজের টাকা অবশ্যই পাবেন।