শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করতে ৩৫০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার

নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে আন্তর্জাতিক মানের স্টেশনে পরিণত করতে ৩৫০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার । শিলিগুড়িতে এমনটাই জানালেন PAC চেয়ারম্যান পি কৃষ্ণদাস ।শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানের রেলওয়ে স্টেশনে পরিণত করতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে । মোট ৩৫০ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের থেকে বরাদ্দ করা হয়েছে । যার মধ্যে বিভিন্ন ধাপে ধাপে কাজ হবে । এর পাশাপাশি সমগ্র বাংলাতে রেল যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে এবং রেলওয়ে স্টেশন গুলির উন্নয়নের দিকে জোর দিয়েছে কেন্দ্র সরকার । তার জন্য কয়েকটি বড় এবং নামকরা ট্রেন চালানোর কথা ভাবা হচ্ছে বলে জানা গেছে।চলছে নানাভাবে আধুনিক করবার কাজও। আসছে উন্নত মানের যন্ত্রপাতি। এনজেপী তৈরী হচ্ছে নানাভাবে আন্তর্জাতিক ষ্টেশনের রুপরেখাতে। যা হবে ভারতের মধ্যে অন্যতম সেরা রেল ষ্টেশন।