|
---|
নিজস্ব সংবাদদাতা: তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়ায় ভাসল মালবাজার ব্লকের ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের চাঁপাডাঙা এলাকা। স্থানীয় সূত্রে খবর, ব্যারাজ থেকে জল ছাড়ায় বেড়েছে চেল নদীর জলস্তর। এর জেরে নদী বাঁধের কিছুটা অংশ ভেঙে জল ঢুকে পড়েছে চাঁপাডাঙা এলাকায়। ওই এলাকা থেকে ৭টি পরিবারকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে।এদিকে বৃষ্টি এবং জল ছাড়ার কারনে ভাসছে শহর জলপাইগুড়ি।জলপাইগুড়ি শহরের মোট তেইশটি ওয়ার্ড চলে গেছে জলের তলায়। তিস্তার জল বেড়ে যাওয়ায় সতর্ক করে দেওয়া হয়েছে জলপাইগুড়ির মানুষকে। জল এদিন শহরে ঢুকে পড়ায় ত্রান সংগ্রহ করতে নেমে পড়েছেন জলপাইগুড়ির যুব তৃণমূল কংগ্রেস নেতা সৈকত চক্রবর্তী এবং মহুয়া গোপও।এদিন যে যে ওয়ার্ডে বৃষ্টির কারনে জল ঢুকে গেছে সেখানে ত্রান পৌছে দেওয়া হয় তৃণমূল কংগ্রেস তরফ থেকে। এদিন মানুষের কাছে ত্রান পৌছে দিতে জলের মধ্যেই মানুষের বাড়িতে বাড়িতে পৌছে যায় বিজেপী।