|
---|
নাগরিক সচেতনতা বাড়াতে অভিনব চিন্তাভাবনা চাপড়া পুলিশ প্রশাসনের
মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া: নাগরিক সচেতনতা বাড়াতে অভিনব চিন্তাভাবনা চাপড়া থানার। মারণব্যাধি ‘করোনা’ ভাইরাসের থাবা বসিয়েছে গোটা দেশ ও রাজ্য জুড়ে। প্রতিনিয়ত বাড়তে থাকছে হুকরে হুকরে আক্রান্তের সংখ্যা,সতর্ক রাজ্য প্রশাসন থেকে জেলা স্তরের প্রশাসনিক আধিকারিক ও চিকিৎসা মহলে। রাজ্যে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে পুলিশ প্রশাসনকে রাস্তায় নেমে সাধারণ মানুষকে সচেতন করতে দেখা গেছে। মূলত পুলিশের সচেতনতা মানেই কখনো লাঠি উঁচিয়ে তারা করা অথবা গ্রেপ্তার। কিন্তু বিগত কয়েকদিন থেকে গোটা দেশের বিভিন্ন প্রান্তে ও আমাদের রাজ্যে দেখা গেছে পুলিশ প্রশাসনকে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব পদক্ষেপ নিতে গান গেয়ে গানের মাধ্যমে সচেতনতা করতে পুলিশ প্রশাসনকে। নদীয়া জেলার সীমান্তবর্তী এলাকা চাপড়া থানার পুলিশ আধিকারিকেরাও এক অভিনব চিন্তা ভাবনার মধ্যে দিয়ে সাধারণ মানুষকে সচেতন করলেন। সাধারণত বিভিন্ন পুজোতে লক্ষ্য করা যায় রাস্তাতে আলপনা দিতে অথবা নতুন বর্ষের শুভেচ্ছা জানাতে মানুষ এই রাস্তা গুলো ব্যবহার করতে দেখা গেছে। কিন্তু আজ এক অভিনব চিন্তাভাবনা বিভিন্ন রকম ছবি এঁকে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বার্তা দিলেন চাপড়া থানার পুলিশ আধিকারিকগণ। কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে চাপড়া থানার শ্রীনগর মোড় ও এলাম নগর এলাকাগুলোতে এই প্রচার করেন।