|
---|
মোঃ নাওয়াজ শরীফ, নতুন গতি, মালদা: মালদা জেলার কালিয়াচক ৩ নং ব্লকের বীর নগরের বিস্তীর্ণ অঞ্চল গঙ্গার করাল গ্রাসে ভয়াবহ আকার ধারণ করেছে। ভিটেমাটি হারিয়ে পথে নেমে পড়েছে অগণিত মানুষ। আজ ভাঙ্গন বিধ্বস্ত এলাকায় “ছাত্র সমাজ” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন প্রায় তিনশো মানুষকে শুকনো খাবার বিতরণ করে। বীরনগর এর বর্তমান অবস্থা খুব শোচনীয়। ছাত্র সমাজ এর কর্ণধার সামির বলেন, আজকের মত পরবর্তীতেও মানুষকে খাওয়ানোর ক্ষুদ্র প্রয়াস জারি রাখবো। আমাদের প্রত্যেক সদস্য আজ উপস্থিত আছে, গামীতেও থাকবে।