|
---|
নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী জেলা সফরে গিয়ে খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারেন, এই ঘটনা নতুন কিছু নয়। মম স্টল থেকে চায়ের দোকান সটান প্রবেশ করেন মুখ্যমন্ত্রী।কখনো তাঁকে দেখা যায় স্কুলের ভিতর গিয়ে পড়ুয়াদের খবর নিচ্ছেন। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মিনি সুন্দরবন অঞ্চলে গিয়েছেন। এদিন খুব সাধারণ এক বাড়িতে নিজের মধ্যাহ্ন ভোজন সারলেন। টেংরা মাছের ঝোল দিয়ে ভাত খেলেন মুখ্যমন্ত্রী। খাওয়ার পর তিনি বললেন খেয়ে তৃপ্তি পেলেন। ঝাল আমি খাইনা তবে আজকে খুব ভালো লাগলো খেতে। চালগুলো একটু মোটা মোটা কারণ জানতে চাইলেন, তখন বলা হলো রেশন থেকে এরকমই চাল দেওয়া হয়। এই বিষয়ে জানার পর প্রশাসনিক অধিকার তাদের দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে বলেন তিনি। যাতে ভালো গুণমানের চাল-রেশন থেকে দেওয়া যায় সেই বিষয়ে বলেন। গত 12 বছর তিনি দুপুরে ভাত খান না,তবে তিনি টেংরা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে সেই রেকর্ড ভাঙলেন।