শান্তিনিকেতনের একটি চায়ের দোকানে চা বানালেন মুখ্যমন্ত্রী কলকাতা 2 February 20232 February 2023 by নতুন গতি নিজস্ব সংবাদদাতা :আজ বীরভূমের শান্তিনিকেতনে একটি চায়ের দোকানে সটান প্রবেশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমত তিনি ওই চায়ের দোকানে চা তৈরি করেন,এরপর চা স্থানীয়দের খাওয়ান তিনি।