|
---|
নিজিস্ব সংবাদদাতা:আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সাফরে মুখ্যমন্ত্রী, এছাড়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ও উত্তরবঙ্গ সফরে আসার কথা রয়েছে। আগামী সোমবার অর্থাৎ ১১ জুলাই উত্তরবঙ্গ সফরে আসতে পারেন মুখ্যমন্ত্রী। পরের দিন জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, মূলত এই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর। আগামী ১১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত তিন দিনের সফরে মুখ্যমন্ত্রীর অন্য কোন রাজনৈতিক সভা নেই।
তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধুপগুড়ির ফুটবল ময়দান মাঠে আগামী একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে একটি জনসভায় অংশগ্রহণ করবেন। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি উদ্যোগে এই জনসভার আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।
শহীদ দিবসের আগে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উত্তরবঙ্গে বিজেপি বিরোধী স্লোগান কে মজবুত করতে এই সফর মনে করছেন রাজনৈতিকবীদরা। কত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একটি আসন পায় নি তৃণমূল, তাই লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে তৃণমূল এর খুঁটি শক্ত করতে মরিয়া তৃণমূল সুপ্রিম।