|
---|
নিজস্ব সংবাদদাতা :বরাত জোরে প্রাণে রক্ষা পেল এক শিশু,জলহস্তী গিলে ফেলার পরে আশ্চর্যজনকভাবে শিশুটি বেঁচে যায়। গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে আফ্রিকার উগান্ডায়। শিশুটির নাম ইগা পল।
একটি জলাশয়ের ধারে বসে খেলছিল শিশুটি, তখন একটি ক্ষুধার্ত জলহস্তী শিশুটিকে গিলে ফেলে, ঘটনাটি দেখতে পান এক পথচারী। এরপর তিনি পাথর দিয়ে জলহস্তিকে আঘাত করতে থাকেন। সেই আঘাতের জন্য জলহস্তী শিশুটিকে গিলে নেওয়ার পড়েও উগড়ে ফেলে দেয়। গুরুতর জখম হয় শিশুটি, স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। প্রাণে বেঁচে ফেরে শিশুটি।