|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: মেদিনীপুর শহরের রাজপথ গ্রুপ ডি ওয়েটিং ক্যান্ডিডেটদের মিছিলে কেঁপে উঠল। প্রায় কয়েকশ ক্যান্ডিডেট বিভিন্ন দাবিতে মিছিল করল ও জেলাশাসককে ডেপুটেশন দেয়।আজ মিছিলে শ্লোগান ওঠে- “দিদিকে বলে হয়নি কাজ, রাস্তায় তাই নেমেছি আজ।” শুধু ‘দিদিকে বলো’ নয়, বিগত তিন বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরলেও তাঁদের আবেদনকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ওই চাকুরি প্রার্থীরা। তাদের আরও অভিযোগ ওয়েটিং ক্যান্ডিডেটদের পূর্ণাঙ্গ লিস্ট পিডিএফ আকারে প্রকাশ করতে হবে। বিভিন্ন দপ্তরে প্রচুর সংখ্যক পদ খালি পড়ে আছে। তাই, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের অবিলম্বে নিয়োগ করা হোক।