বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্য তৈরির বিষয়ে এখনও আশাবাদী কংগ্রেস শিবির

নিজস্ব সংবাদদাতা: বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্য তৈরির বিষয়ে এখনও আশাবাদী কংগ্রেস শিবির । কিন্তু বিরোধী ঐক্য গড়াতে সমস্যা তৃণমূল কংগ্রেসেরই রয়েছে । তা তৃণমূল কংগ্রেসই প্রমাণ করে দিয়েছে রাষ্ট্রপতি উপনির্বাচনে অংশগ্রহন না করে । বিজেপি বিরোধী ঐক্য প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের অবস্থান নিয়ে এমনটাই মন্তব্য করলেন কংগ্রেসের প্রাক্তণ সাংসদ প্রদীপ ভট্টাচার্য ।

    মঙ্গলবার শিলিগুড়িতে আজাদি কি গৌরব যাত্রা কর্মসূচি পালন করে দার্জিলিং জেলা কংগ্রেস । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক বিপি সিং, প্রাক্তণ সাংসদ প্রদীপ ভট্টাচার্য , দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার সহ অন্যান্যরা । মূলত বিজেপির বিভাজনের রাজনীতি , গণতন্ত্রের উপর আক্রমণ , বেহাল অর্থনীতি , মূল্যবৃদ্ধি ও বেকারত্বের প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল বের করা হয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে।