|
---|
মহঃ মফিজুর রহমান , নতুন গতি : আজ প্রকাশিত হল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার ‘বাংলার দিশা’ । প্রদেশ কংগ্রেস কার্যালয় অর্থাৎ বিধান ভবনে দলীয় ইস্তেহার প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । আটটি বিষয়ে জোর দিয়ে প্রকাশ করা হয়েছে হাত শিবিরের ইস্তেহার । তবে জোড়াফুল ও পদ্মফুলের মত প্রতিশ্রুতির বন্যা দেখা গেল না কংগ্রেসের ইস্তেহারে । দলীয় ইস্তেহার প্রকাশ করার সময় অধীর চৌধুরী বলেন, “আটটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে আমরা আমাদের ইস্তাহার করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইনের শাসনের অঙ্গীকার, শিক্ষা, স্বাস্থ্যের উন্নয়নের অঙ্গীকার, শিল্প সংস্কৃতি রক্ষার অঙ্গীকার, সামাজিক সুরক্ষার অঙ্গীকার, কৃষক উন্নয়নের অঙ্গীকার, জল ও পরিষেবার অঙ্গীকার এবং দান খয়রাতি নয়। ইন্সেন্টিভের রাজনীতি কংগ্রেস করে না। পাইয়ে দেওয়ার চাইতে মানুষের স্থায়ী উন্নয়নই আমাদের লক্ষ, তাই বলে সামাজিক সুরক্ষা থাকবে না সেটা নয়। আমি ২০১৬ সালে যখন প্রদেশ কংগ্রেসের সভাপতি তখনও বিধানসভার নির্বাচনে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হয়েছিল। আজ ঘটনাচক্রে ২০২১-এ আমিই আবার প্রদেশ কংগ্র্রেসের সভাপতি। এই নির্বাচনেও আবার জোট হয়েছে। আমরা বলছি যারা পরিবর্তন চাইছেন, তাঁরা সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন ।
প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন, “আমাদের স্লোগান হচ্ছে হাত বাড়ান বাংলা বাঁচান। এবার আর ফুল নয়, আর কোনও ভুল নয়। একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। যাঁরা পরিবর্তন চান, তাদের বলছি সংযুক্ত মোর্চার প্রার্থীদের ভোট দিন। আমরাই ভবিষ্যৎ।