|
---|
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ উর্দু একাডেমী আয়োজিত ১২-১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫তম অল ইন্ডিয়া উর্দু বুক ফেয়ার_২০২৩ এ দ্য কোরআন স্টাডী সার্কেলের পক্ষ থেকে বিনামূল্যে ২০০০ কপি কোরআন মাজিদ বিতরণ করা হয় বিভিন্ন ভাষাভাষী মানুষের কাছে ২২ নম্বর স্টল থেকে।বিভিন্ন জেলা এবং রাজ্য থেকে আগত বিভিন্ন ভাষাভাষীর মানুষ আল কোরআনে একাডেমী লন্ডনের অনুবাদকৃত কুরআন মাজীদ হাতে পেয়ে খুবই আনন্দিত এবং তারা সকলেই আল কোরআন একাডেমি লন্ডন এবং দ্য কোরআন স্টাডি সার্কেলের ভূয়সি প্রশংসা এবং দোয়া করেন।উক্ত বিষয়ে বাংলাদেশ থেকে আগত হোসেনে সুমাইয়া বলেন, “আমরা এভাবে বিনামূল্যে এত সুন্দর অনুবাদকৃত কুরআন মাজীদ পাব ভাবতেই পারিনি তাই আল কুরআনে একাডেমী লন্ডন কে আন্তরিক ধন্যবাদ এবং দোয়া করি যাতে আরো বেশি বেশি কাজ করতে পারেন।”এ বিষয়ে হুগলি জেলা থেকে আগত নাসরিন সুলতানা মুসলিম গার্লস হোস্টেলে আবাসিক ছাত্রী বলেন, “এই অনুবাদকৃত কুরআন মাজীদ আমাদের জীবনের চলার পথে সমস্যার সমাধান করতে অনেক কাজে লাগবে কারণ এই কোরআন দ্বারা আমরা কোরআনের মর্মার্থ বুঝতে সক্ষম হব।”উক্ত বিষয়ে রাজ্য কনভেনর মোহাম্মদ রাকিব হক বলেন, “আমরা সারা রাজ্যে সারা বছর ধরে এই কাজ করার জন্য সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি যাতে আরো বেশি বেশি করে মানুষের কাছে কুরআন মজিদের অনুবাদ পৌঁছায়। এবং ইহকালিন এবং পরকালীন সাফল্য লাভ করতে পারে”