|
---|
নতুন গতি: হায়দারপাড়া বুদ্বভারতী ইষ্কুলের মেয়ে রিমা হালদারের ভবিষ্যতের পড়াশোনার দায়িত্ব নিলেন শিলিগুড়ির 39নং ওয়ার্ডের কাউন্সিলার পিঙ্কি সাহা এবং তার জীবনসঙ্গী হারাধন সাহা।তারা জানালেন যেভাবে একজন মাছ বিক্রেতার মেয়ে এতটা ভালো ফলাফল করেছে তাতে আমাদের কর্তব্য ওর জন্য কিছু করা।তাই ও যাই করুক ওর ভবিষ্যতের দায়িত্ব আমরা নিলাম।বর্তমানে উচ্চশিক্ষার জন্য পড়াশুনা করা এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া যতটা কঠিন তার চাইতেও বেশী কঠিন তার খরচ চালানো,তাই আমরা আমাদের সাধ্যমত ব্যক্তিগতভাবে ওর জন্য যতটা করতে পারা যায় করবো।আমাদের দরজা ওর জন্য সবসময় খোলা থাকবে।আমরা আপাতত আমাদের এবং দলের পক্ষ থেকে 25000টাকা দিয়েছি। পরবর্তিতে ওর সাথে আলোচনা করে ঠিক করব ওর জন্য কতটা কি করতে পারা যায়।এদিন পিঙ্কি সাহা রিমা হালদারের বাড়ি গিয়ে তাদের একমাসের বাজার দিয়ে আসেন।তবে এরপরেও চুপচাপ রিমা হালদার,সে চিন্তায় তার ভবিষ্যত নিয়ে।সে জানিয়েছে সবাই এত চেষ্টা করছে চিন্তা করছে আমি আমার লক্ষে সফল হই তবেই আমি আমার লক্ষে সফল হব।এখন সবই ভগবানের ইচ্ছা,আমরা শুধুমাত্র আমাদের কর্তব্য করে যাব ,জানালেন শিলিগুড়ির বুদ্বভারতী ইষ্কুলের মেধাবী ছাত্রীটি।