দেশ তাকিয়ে লাদাখের দিকে অথচ অরুণাচল থেকে উত্তরাখাণ্ড সীমান্ত বরাবর লালফৌজের গতিবিধি বাড়িয়ে চলেছে চিন

নতুন গতি ওয়েব ডেস্ক: সবার লক্ষ্য লাদাখের দিকে। অথচ তলে তলে অরুণাচল থেকে উত্তরাখাণ্ড সীমান্ত বরাবর লালফৌজের গতিবিধি বাড়িয়ে চলেছে চিন। একইসঙ্গে ৩,৪৮৮ কিলোমিটার জুড়ে গড়ে তোলা হচ্ছে সামরিক পরিকাঠামো। সামরিক গোয়েন্দা সূত্রে খবর মিলেছে, অরুণাচল থেকে সিকিম হয়ে উত্তরাখাণ্ড বরাবর এলওসি-তে ভূমি থেকে বাতাস মিসাইল নিক্ষপণের স্থান উন্নত করে ফেলেছে চিন। এছাড়া এয়ারবেস বৃদ্ধি করেছে তিব্বতে।

     

    যেভাবে চিন হিমাচলের কৌর পাস থেকে অরুণাচলের ফিসটেল ১ ও ২ বরাবর নিজেদের গতিবিধি বৃদ্ধি করছে তাতে অত্যন্ত চিন্তিত ভারতের সামরিক কম্যান্ডাররা। জানা গেছে, হিমাচলের লাগোয়া কৌর পাসের ঠিক অন্য দিকে চুরুপ গ্রামে রাস্তা বানাচ্ছে চিন। আবার উত্তরাখাণ্ডের বারহোটির উত্তরে তামজুম লা-এ সেনাদের জন্য নয়া আবাস তৈরি করেছে পিপলস লিবারেশন আর্মি। সেটি প্রকৃত নিয়ন্ত্রণরেূা থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে। সেনার একটি সূত্রের দাবি, চিন অধিকৃত তিব্বতের বিভিন্ন সামরিক ঘাঁটিগুলোর পরিকাঠামো উন্নয়নের কাজও চলছে পুরোদমে।