|
---|
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম….জঙ্গলমহলের জেলা ঝাড়গ্রামে শুরু হল মানিকপাড়া ক্রিকেট প্রিমিয়ার লিগ বা এমপিসিএল । আইপিএলের ধাঁচে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়াতে এই লিগ শুরু হলো রবিবার ।মানিকপাড়া প্লেয়ারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার থেকে ‘মানিকপাড়া প্রিমিয়ার লিগ’ শুরু হলো।২০১৬ সালে এই লিগ প্রথম শুরু হয়েছিল । এবার লীগের ষষ্ঠ বছর । এই বছর লিগ শুরুর আগে ক্রিকেটারদের নিলাম হয়। ৯ জন দল তৈরিতে এগিয়ে আসেন । ঝাড়গ্রাম জেলার ১৯৪ জন খেলোয়াড় নাম নথিভুক্ত করেছিলেন । প্রতি দলে ১৫ জন করে মোট জন ক্রিকেটার লিগ খেলার সুযোগ পান । তবে ২০০০ পয়েন্টের ভিত্তিতে নিলাম হলেও ক্রিকেটারদের কোনও আর্থিক মূল্য দেওয়া হচ্ছে না । শুধুমাত্র খেলার দিনের যাতায়াত খরচ ও খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে উদ্যোক্তাদের পক্ষ থেকে মানিকপাড়া হাইস্কুলের মাঠে প্রতিদিন ১০-১০ ওভার করে দুটি করে ম্যাচ খেলা হচ্ছে ।দর্শকদের ভিড়ও হচ্ছে যথেচ্ছভাবে ।আইপিএলের নিয়ম মেনে আগামী ২রা অক্টোবর সেমিফাইনাল ও ফাইনাল খেলা হবে । চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি সহ নগদ ২৫ হাজার টাকা ও রানার্স দলের হাতে ২০ হাজার টাকা সহ আরও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হবে । সেমিফাইনাল ও ফাইনাল খেলাতে প্রতিবেশী রাজ্য গুলো থেকেও অনেক ক্রিকেটার এখানে খেলতে আসেন । পুজোর আগে একমাসব্যাপী চলা এই ক্রিকেট খেলা মানিকপাড়া বাসিন্দাদের কাছে কার্যত উৎসবের আমেজ নিয়ে এসেছে ।
পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এদিন মানিকপাড়া ক্রিকেট প্রিমিয়ার লিগের শুভ সূচনা করেন মানিকপাড়া রেঞ্জের বিট অফিসার অঞ্জন মাইতি । আয়োজক সংস্থার তরফে রাজীব জানা ও অসিত কুমার বাঁকুড়া বলেন, “এখনকার ছেলেদের অনেকেই খেলাধুলা ভুলে মোবাইলে ডুবে থাকছে । যুব সমাজকে নতুন উদ্যমে মাঠে ফিরিয়ে আনা, নেশা মুক্ত সমাজ গড়ে তোলা, কিশোর-কিশোরীদের মধ্যে খেলাধুলার প্রবনতা বৃদ্ধির জন্যই এই ক্রিকেট লীগ-এর আয়োজন ।”