|
---|
চাঁচলঃ ১২ অক্টোবর
টানা লকডাউনে কর্মহীন। অভাবের সংসারে রয়েছে সদ্য হাঁটতে শেখা এক শিশু কন্যা ও স্ত্রী সহ মা বাবা। অভাবের ছোট্ট পরিবারে অনটন ঘোচাতে একমাত্র উপার্জন কারী লোকের জমিতেই ক্ষেতমজুরি করত।
আচমকা কেড়ে নিল প্রাণ বিদ্যুৎ।
প্রতিদিনের মতো সোমবার জমিতে কাজ করতে গিয়েছিলেন ওই ক্ষেত মজদুর।
বাড়িমুখী হবার সময় ছেড়াতারে বিদ্যুপৃষ্ট হয়ে প্রান হারালো ওই ব্যক্তি বলে স্থানীয় সূত্রে খবর।
এদিন মালদহের চাঁচল থানার সেরবাবর দ্বিফসলী মাঠে দুপুরের ঘটনা। পুলিশ জানায়, মৃত ওই মজুরের নাম নাজিমুল হক(২৭)
বাড়ি সেরবাবর গ্রামেই।
এঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে।
বাসিন্দাদের অভিযোগ,ওই এলাকার একটি ইট ভাটার সাথে সংযোগ ছিল বিদ্যুতের তারটি।
ক্ষতিপূরণের দাবীতে দেহ আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসী।
পরে চাঁচল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে প্রায় পাঁচ ঘন্টা পর
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।