বীরভূমে ব্যবসায়ীর মৃত হল হোমগার্ডের মারে

আজিম শেখ, বীরভূম: সিউড়ির কড়িধ্যা গ্রামে এক ব্যাবসায়ীর মৃত্যু হল এক হোমর্গাডের হাতে। জমির বিবাদ ঘিরে দীর্ঘদিন ধরে রেষারেষি চলছিল কড়িধ্যা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী তারাপদ পাল (৫০) ও এলাকারই বাসিন্দা পেশায় হোমগার্ড গুরুদাস দাস। জমির বিবাদ নিয়ে গত মঙ্গলবার বিকেলে দুজনের বিবাদ চরমে পৌছায়। সেই সময় গুরুদাস দাস বেধড়ক মারে তারাপদ পাল এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষনের মধ্যেই তার মৃত্যু হয়। ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে ওই হোমগার্ডের বিরুদ্ধে। মৃতের মা প্রতিমা পালের অভিযোগ, হোমগার্ড গুরুদাস জমির দালালী করে এলাকায়। আমাদের একটি জমি হস্তাগত করার জন্য আমাদের খুব চাপ দিচ্ছিল। আমরা রাজি না হওয়ার রোষ ছিল আমাদের উপর। মঙ্গলবার বিকেলে আমাদের জমির পাশে থাকা অন্যান্য জমি গুলি মাপামাপি করছিল গুরুদাস দাস। তা দেখতে গেলে ছেলের উপর চড়াও হয়ে বুকে, মুখে, মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় ছূটে পালিয়ে আসে ছেলে। তাকে সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিচ্ছক্ষনের মধ্যেই সে মারা যায়। মৃতের দাদার অভিযোগের ভিত্তিতে সিউড়ি থানার পুলিশ অভিযুক্ত হোমর্গাডকে গ্রেপ্তার করেছে। পুলিশ ঘটনার সত্যাসত্য তদন্ত করে দেখছেন হলে পুলিশ সুত্রের খবর।