|
---|
উজির আলী,নতুনগতি,চাঁচল:০৫ ই মে
গলাকাটা মৃতদেহ কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদহের চাঁচলে। সোমবার সকালে চাঁচল ১ নং ব্লকের ভগবানপুর পঞ্চায়েতের ভেবা গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে এলাকার কৃষকরা জমিতে বোরো ধান দেখতে যায়। সেই মুহূর্তে এক গলাকাটা মৃতদেহ গাছের সাথে দড়ি বাঁধা অবস্থায় পড়ে রয়েছে নজরে আসে তাদের।
বিষয়টি জানাজানি হতেই শোরগোল ছড়িয়ে পড়ে ভেবা এলাকায়। খবর দেওয়া হয় স্থানীয় খরবা ফাঁড়ির পুলিশকে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম আনসার আলী, বয়স ৩৬ । ভেবা গ্রামেরই বাসিন্দা । জমিতে মেশিন পাহারা দেওয়ার জন্য রাতে নিজের জমিতেই ছিলেন। তাকে কে বা কারা কি উদ্দেশ্যে খুন করেছে তা জানতে তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ। বাসিন্দাদের মধ্যে কয়েকজন জানান, আমরা সকালে দেখি তার গলাকাটা মৃতদেহ পড়ে রয়েছে। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।