|
---|
শিলিগুড়ি: সোমবার বিকালে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গোটা শিলিগুড়ি শহর। 4 থেকে 5 ঘণ্টার লাগাতার বৃষ্টিপাতের কারণে জলমগ্ন হয় শিলিগুড়ি 47 টি ওয়ার্ড। সবচেয়ে খারাপ অবস্থা হয় পরে নদীর তীরবর্তী এলাকাগুলোতে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় প্রশাসনিক ভবনে রাত জাগেন শিলিগুড়ি পুরো নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কমিশনার ওয়ানদি ভুটিয়া সহ অন্যান্য আধিকারিকরা।সারারাত পরিস্থিতির উপর নজর বিশেষ নজর রাখা হয়। রাতে জলমগ্ন ওয়ার্ড গুলিতে বিদ্যালয় গুলি খুলে দেওয়া হয়, যাতে দুর্গতরা বিদ্যালয়গুলিতে আশ্রয় নিতে পারেন। তাদের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সোমবার বিকালে বৃষ্টিতে শিলিগুড়ির আশ্রমপাড়া, হাকিম পাড়া, বিদ্যা চক্র কলোনি,সূর্যসেন কলোনি, মহানন্দ পাড়া, সহ আরো বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে।
এদিকে এনজিপি থেকে দার্জিলিং এ পর্যন্ত চলা টয় ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে, লাগাতার বৃষ্টিপাতের কারণে পাহাড়ে ধ্বস নামার ফলে টয় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে।