|
---|
সরকারি পরিষেবা খতিয়ে দেখতে দুয়ারে সরকার ক্যাম্পে হাজির জেলাশাসক
নতুন গতি ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রকল্পের মধ্যে দিয়ে জনসাধারণের জন্য খুব সুন্দর প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলে জানান উঃ চব্বিশ পরগনা জেলার জেলাশাসক শ্রী সুমিত গুপ্তা। জেলার প্রতিটি ব্লকে নিয়মিতভাবে ভাবে উপভোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি নানা ধরনের সমস্যার সমাধান করতে সরকারি আধিকারিকরা তৎপরতায় সাথে কাজ চলছে বলে জানান জেলাশাসক। সাধারণ উপভোক্তাদের আশ্বস্ত করে বলেন আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ পরিচালনা করছেন বলে সোমবার বারাসাত-২ ব্লকের চৌমুহা হাইস্কুল মাঠে দুয়ারে সরকার অনুষ্ঠানে এসে জানান জেলাশাসক।
স্থানীয় বাসিন্দা তথা জনপ্রিয় জনপ্রতিনিধি, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেব জানান আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের সর্বত্র উন্নয়নের জোয়ার বইছে। বর্তমান রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়ে জনকল্যাণমূলক কর্মসূচি পৌঁছে দিচ্ছে যা নজিরবিহীন ঘটনা বলে তিনি উল্লেখ করেন। বাংলার দশ কোটি মানুষের আশা ভরসার প্রতীক হিসেবে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করার পাশাপাশি সাধারণ মানুষ আজ টেনশন মুক্ত।স্বাস্থসাথী, লক্ষীর ভান্ডার, কণ্যাশ্রী, রুপশ্রী, জয় জোহর সহ জনকল্যাণমূলক কর্মসূচি বাংলাকে আজ বিশ্বের দরবারে সমাদৃত করেছে বলে জনপ্রিয় কর্মাধ্যক্ষ ফারহাদ সাহেব জানান। চৌমুহা হাইস্কুল মাঠে অন্যান্য বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, ইফতিখার, বিএলআরও শর্মিষ্ঠা চ্যাটার্জী, রবিউল ইসলাম প্রমুখ।
অন্যদিকে দেগঙ্গার নূরনগর ও সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল, এসডিপিও সৌমজিৎ বড়ুয়া, জেলা কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, আইসি অজয় কুমার সিংহ, আনিসুর রহমান বিদেশ, উমা দাস, রিঙ্কু সাহাজি, ঝন্টু সহ অন্যান্যরা।