|
---|
খান আরশাদ, বীরভূম:
রাজনগর উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বৃহস্পতিবার পরিচালন সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হলো উপস্থিত বিডিও।
রাজনগর উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির পক্ষ থেকে এদিন প্রায় ৮০ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে রাজনগর উচ্চ বিদ্যালয়ে জলের বোতল, কলম ও মিষ্টির প্যাকেট দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হলো।
এর আগে মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের তৃণমূল কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা শুভেচ্ছা জ্ঞাপন করতে দেখা গেলেও পরিচালন সমিতির পক্ষ থেকে জেলায় সম্ভবত বিদ্যালয় পরিচালন সমিতির পক্ষ থেকে এই প্রথম পরীক্ষার্থীদের এভাবে শুভেচ্ছা জ্ঞাপন করা হলো।
রাজনগর উচ্চ বিদ্যালয় পরিচালন সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থীদের অভিভাবক সহ এলাকার বাসিন্দারা।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর থানার ওসি ঝুমুর সিনহা, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি রানা প্রতাপ রায়, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পরিমল সাহা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত, বর্তমান ও প্রাক্তন পঞ্চায়েত উপ-প্রধান, পরিচালন সমিতির সদস্য মোঃ শরিফ, আলোক ভান্ডারী সহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী ও স্থানীয় সমাজসেবীরা।