|
---|
নিজস্ব সংবাদদাতা: এবারের মতো বিশ্বকাপে স্পেনের অভিযান শেষ, মঙ্গলবার রাউন্ড অফ সিক্সটিন এর খেলায় মরক্কোরের বিরুদ্ধে খেলতে নেমেছিল স্পেন।খেলার শুরু থেকেই জমে ওঠে। দুটি দলই আক্রমণ ও প্রতি আক্রমনের ঝড় তোলে। নির্ধারিত সময় খেলার ফলাফল শূন্য শূন্য থাকে।
এরপর অতিরিক্ত সময়ে খেলা গড়ালেও কোন দলই গোল করতে পারেনি। অবশেষে টাইব্রেকারে খেলার নিষ্পত্তি ঘটে। প্রথম তিনটি শট মিস করে, টাইব্রেকারে মরক্কো স্পেন কে হারিয়ে দিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নিল।