|
---|
নতুন গতি, ওয়েব ডেস্ক : মাদক বিক্রির প্রতিবাদ করায় প্রতিবাদী দম্পতির ওপর হামলা চালালো মাদক কারবারিরা।ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কমলাবাড়ী জহরপুর খাস পাড়া এলাকায়। ওই দম্পতি কে মারাধর করা হয় বলে অভিযোগ। আহত দম্পতি দের কে পরিবারের লোকেরা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।পুলিশ জানিয়েছে আহত দম্পতির নাম রবিউল ইসলাম (৩২) তিনি পেশায় গাড়িচালক ও তার স্ত্রী রুপসানা বিবি (২৬ ) তাদের বাড়ির ওই এলাকায়। আহত রবিউল ইসলাম জানান দীর্ঘদিন ধরে এলাকার প্রতিবেশী অভিযুক্ত কলিমুদ্দিন ও তার ছেলে মহিদুর শামীম এরা এলাকায় মাদক ব্যবসা করত পাশাপাশি এলাকায় তারা মাদক খেত। যার ফলে এলাকায় পরিবেশ থেকে তারা নষ্ট করে দিয়েছিল এলাকার যুবক রা নেশাগ্রস্ত হয়ে পড়তো। শনিবার সকালে অভিযুক্ত প্রতিবেশী কলিমুদ্দিন শেখ মইদুল সেখ ,শামীম সেখ ,এলাকায় মাদক বিক্রি করছিল তখন সেটি দেখতে পেয়ে প্রতিবেশী রবিউল ইসলাম তাদের বাধা দেয় এবং প্রতিবাদ করে তখনই তারা দলবল নিয়ে হাশুয়া, রড দিয়ে রবিউল কে মারধর শুরু করে ।
এদিকে রবিউলকে মারতে দেখে তার স্ত্রী রুকসানা বিবি তাকে বাঁচাতে আসলে অভিযুক্তরা তার স্ত্রীকে মারধর করে।এদিকে আহত ও রক্তাক্ত অবস্থায় শনিবার দুপুরে ইংরেজবাজার থানা দম্পতি এসে লিখিত অভিযোগ করেন। ইংরেজ বাজার থানার পুলিশ প্রথমে তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।এদিকে ইংরেজবাজার থানার পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।