|
---|
নতুন গতি নিউজডেস্ক : মালদা-করোনা আবহে অন্যান্য খেটে খাওয়া মানুষদের মতো একই দুরাবস্থা জেলার ঢাকিদেরও। পুজোয় কাজ নেই তাঁদের। হতাশ হয়ে পড়েছেন তাঁরা। এবার দুর্গাপুজো কোনও রকম কেটে ওঁদের। আশায় ছিলেন দীপাবলি নিয়ে। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও শনিবার কোনও কাজের বায়না না পেয়ে হতাশ তাঁরা। অসহায় দৃষ্টিতে আশায় রয়েছেন, যদি কেউ এসে ডেকে নিয়ে যায়! এবার করোনা আবহে করুণ দশায় একরকম কাটল ঢাকিদের। ফি-বছর তাঁরা রথবাড়ি মোড়ে এসে ভিড় জমান। সেখানে বসে ঢাকিদের হাট। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পুজোর কাজ পাওয়ার আশায়। এদিন সকাল থেকে ঢাকিরা এসে বসেন তাঁদের পরিচিত হাটে। কিন্তু সকাল থেকে কোনও বায়না নেই। বিকেলেও বসে তখন ৫০-৬০ জন ঢাকি। পুকুরিয়া থানার লক্ষ্মীপুর পোকলামারি থেকে এসেছিলেন সুকুমার রবিদাস। বলেন,‘দুর্গাপুজো একরকম কেটেছে আমাদের। কালীপুজো নিয়ে আশায় ছিলাম। কিন্তু এবার ঢাকের বাজার মন্দা চলছে। করোনা আবহে পুজোর সংখ্যা এবার কমে এসেছে। কোথাও কোথাও আবার পুজোর কাটছাঁট করতে গিয়ে ঢাক বাজানো বন্ধ রাখা হয়েছে।’