|
---|
নিজস্ব সংবাদদাতা : এবার কাঁপলো মেঘালয় ও আসামের মাটি, এছাড়া ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশ ও ভুটানে। প্রসঙ্গত এই বিষয় জানা গিয়েছে রবিবার সকাল ৯টা বেজে ৪৯ মিনিট নাগাদ ভূকম্পন অনুভূত হয় মেঘালয়ের তুরা এছাড়া আসামের বেশ কয়েকটি অঞ্চলে। এখানেই শেষ নয়, বাংলাদেশ ও ভুটানের সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পের তীব্রতা ছিল অনুযায়ী ৪, এই ভূমিকম্পের ফলে কোন ক্ষয়ক্ষতি হতাহতের খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত এই মাসের গোড়ার দিকে ভয়ংকর ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক সিরিয়া, প্রচুর মানুষের মৃত্যু হয়। তারপর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েই চলেছে।