রেলযাত্রীদের অসুবিধার জন্য আগাম দুঃখপ্রকাশ করেছেন পূর্ব রেল কর্তৃপক্ষ

নিজস্ব সংবাদদাতা: সোমবারের পর মঙ্গলবারও সকাল থেকে খন্নান স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। ফলে ট্রেন চলাচল ব্যাহত হয় হাওড়া বর্ধমান মেন শাখায়। সকাল সাতটায় প্রথম হওড়াগামী ট্রেন আটকে দেন যাত্রীরা। ট্রেনের সামনে লোহার বার পেতে দিয়ে লাইনে বসে পড়েন তাঁরা।হাওড়া-বর্ধমান শাখায় শক্তিগড় থেকে রসুলপুর পর্যন্ত থার্ড লাইনের কাজ চলছে। প্রি নন ইন্টারলকিং এর কাজও শুরু হয়েছে। যে কারণে চলতি মাসের ৩ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে।

    যাত্রীদের অভিযোগ, যে ট্রেন আসছে তাতেও অসম্ভব ভিড়, ফলে ট্রেনে ওঠা যাচ্ছে না। মঙ্গলবার খন্যান, তালান্ডু এবং পান্ডুয়া স্টেশনে অবরোধ করেছিলেন যাত্রীরা। রেলের পক্ষ থেকে বলা হয়েছিল অফিস টাইমে কিছু ট্রেন বাড়ানো হবে কিন্তু বাস্তবে তা হয়নি। তাই সকাল সাতটা থেকে আবার অবরোধ শুরু হয়। যার ফলে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ফলে সপ্তাহের দ্বিতীয় দিনে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।পূর্ব রেলের হাওড়া-বর্ধমান শাখার শক্তিগড় এবং রসুলপুল স্টেশনের মধ্যে তৃতীয় রেললাইন বসানোর কাজ চলার জন্য একাধিক লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল করার কথা ঘোষণা করল পূর্ব রেল। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এই কাজ চলবে। সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেলের তরফে এই কথা জানানো হয়েছে।

    এই কাজের জন্য ৫৪টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে, ৪টি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। এই সময়ের মধ্যে লোকাল ট্রেন চলাচলও বিঘ্নিত হবে বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। ১৪ সেপ্টেম্বর ১৯টি লোকাল ট্রেন বর্ধমানের পরিবর্তে মেমারি থেকে ছাড়বে। ১৫ এবং ১৬ সেপ্টেম্বর ২৫টি লোকাল ট্রেন মেমারি থেকে ছাড়বে। হাওড়া থেকে ছাড়া আপের ট্রেনগুলিও মেমারি স্টেশনে এসেই থামবে। বাতিল হওয়া দূরপাল্লার ট্রেনগুলির মধ্যে থাকছে ডাউন মোকামাঘাট এক্সপ্রেস, ডাউন বালিয়া এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, ডাউন জম্মু তাওয়াই এক্সপ্রেস, আপ অজমেঢ় এক্সপ্রেস, আপ বাঘ এক্সপ্রেস, আপ আজিমগঞ্জ এক্সপ্রেস, ডাউন রক্সৌল এক্সপ্রেস, আপ বিশ্বভারতী স্পেশাল।

    আপ এবং ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এটি ডানকুনি হয়ে যাবে। বালি এবং কামারকুণ্ডু স্টেশনে ট্রেনটি থামবে। গৌড় এক্সপ্রেসেরও যাত্রাপথ বদলে সেটিকে ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা রুটে নিয়ে যাওয়া হবে। ট্রেনটি কাটোয়া এবং আজিমগঞ্জে দাঁড়াবে। আপ শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া থেকে ১০টা ৫-এর বদলে ১১টা ৫-এ ছাড়বে। যাত্রীদের অসুবিধার জন্য আগাম দুঃখপ্রকাশ করেছেন পূর্ব রেল কর্তৃপক্ষ।