অশনি-র প্রভাব? কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর

নিজস্ব সংবাদদাতা : অশনি-র প্রভাব? কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের সর্তকতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর রাজ্য থেকে কতটা দূরে ‘অশনি’? কোন দিকে এগিয়ে চলেছে? এ সব নিয়ে সকাল থেকেই চুল চেরা বিশ্লেষণ চলছে।এমতাবস্থায় কলকাতায় কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামবে কলকাতায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের সর্তকতা দিল আলিপুর আবহাওয়া দফতর।ইতিমধ্যেই অন্ধকার ঘনিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই কলকাতায় ঝমঝমিয়ে নামবে বৃষ্টিসম্ভবত অন্ধ্র প্রদেশে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়তে পারে, পূর্বাভাস দিয়েছেন বিশাখাপত্তনম সাইক্লোন ওয়ার্নিং সেন্টারের ডিরেক্টর সুনন্দা৷ তাঁর দাবি, অন্ধ্র প্রদেশ উপকূল ছুঁয়ে ফের অশনি কাকিনাড়া এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী অংশে সমুদ্রের উপরেই ফিরে আসবে। মঙ্গলবার রাতের এই পূর্বভাসে সুনন্দা বলেন, ‘অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড়ের সতর্কতা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে৷ গতকাল পর্যন্ত এটির গতিমুখ ছিল উত্তর পশ্চিম দিকে৷ কিন্তু গত ছ’ ঘণ্টায় সেটি পশ্চিম- উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে৷ ফলে সেটি অন্ধ্র উপকূলের খুবইআবহবিদদের দাবি, কিছুটা অপ্রত্যাশিত ভাবেই কাকিনাড়া উপকূল ছুঁতে চলেছে অশনি৷ পূর্বভাস মিলিয়েই এ দিন সকাল থেকে অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টি শুরু হয়েছে৷ সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া৷আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার সকালেই অন্ধ্র প্রদেশের কাকিনাড়া উপকূল ছোঁবে অশনি৷ এর পর বিশাখাপত্তনম উপকূল ছুঁয়ে সেটি উত্তর পূর্ব দিকে এগোবে৷ অশনির কারণে ভারতীয় আবহবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে অন্ধ্র প্রদেশের কাকিনাড়া, গনগাভরম এবং ভিমুনিপট্বিশাখাপট্টনম, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণ এবং গুণ্টুর জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে৷ প্রবল হাওয়া ও ভারী বৃষ্টির জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে হাওয়া অফিসআগামিকাল, বৃহস্পতিবার সকালে ওড়িশা-অন্ধ্র উপকূলের কাছে আরও শক্তি কমিয়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে অনুমান আবহাওয়াবিদদের ৷ নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত হতে পারে ৷আমফান ও ইয়াসের মতো ঘূর্ণিঝড় ‘অশনি’ যে এ রাজ্যে সেভাবে কোনও বড়সড় প্রভাব ফেলবে না ৷ তা মোটামুটি আগেই অনুমান করেছিলেন আবহাওয়াবিদরা ৷ তাঁদের ধারণা এ বছর বড় মাপের কোনও বিপর্যয়ের আশঙ্কা নেই এ রাজ্যে তবে অশনির প্রভাবে আজ, বুধবার বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং কলকাতাতেও ৷ উত্তরবঙ্গের এই পাঁচ জেলার পাশাপাশি গোটা রাজ্যেই ১৫ মে অর্থাৎ রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছেএদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পরিস্থিতির জন্য উত্তরবঙ্গে দখিনা বাতাস ঢুকছে। তাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার-এই ৫ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে