|
---|
নতুন গতি: বিশ্ব উষ্ণায়নের প্রভাব সর্বত্র, উষ্ণায়নের কারণে হিমালয়ের হিমবাহ গলতে শুরু করেছে। সেই কারণে নেপাল হিমবাহের উপর থাকা তাদের বেসক্যাম্প সরানোর চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। বর্তমানে 5234 ফুট উচ্চতায় অবস্থিত নেপালের বেস ক্যাম্প। কিন্তু হিমবাহের বরফ গলতে শুরু হওয়ার ফলে, নেপাল সরকার পরিকল্পনা করছে আরেকটু নিচে নামিয়ে আনতে তাদের বেস ক্যাম্প। 200 থেকে 400 ফুট নিচে বেস ক্যাম্প নামিয়ে আনতে নেপাল পরিকল্পনা করছে। নেপালের বেস ক্যাম্প যে হিমবাহের উপর অবস্থান করছে তা মূলত পাথরের উপর। হিমবাহের বরফ উষ্ণায়নের ফলে গলতে শুরু করেছে, নড়বড় করছে পাথর। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেই কারণে নেপাল সরকার চাইছে কিছুটা নিচে নামিয়ে নিতে তাদের বেস ক্যাম্প। তবে পরিকল্পনাটি কবে বাস্তবে রূপান্তরিত হবে এখন সেই বিষয়ে দেখার।