কৃষকদের সঙ্গে কেন্দ্রের অষ্টম দফার বৈঠকও ব্যর্থ, সূত্রের খবর আগামী ৮ই জানুয়ারি ফের বৈঠক

নতুন গতি ওয়েব ডেস্ক: কেন্দ্র এবং কৃষকদের সপ্তম দফার বৈঠকও ব্যর্থ, কেন্দ্র জানিয়ে দিল। আইন প্রত্যাহার করা হবে না। কৃষকরাও অনড়, আন্দোলন তুলবেন না। ৮ জানুয়ারি ফের বৈঠকে বসছে দুই পক্ষ। কৃষকদের হুঁশিয়ারি, দাবি না মিটলে ২৬ জানুয়ারি দিল্লিতে মিছিল করবেন তাঁরা। বৈঠক সেরে বেরিয়ে কিসান মজদুর সংঘর্ষ কমিটির সদস্য সারওয়ান সিং পান্ধের জানালেন, ‘‌কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর স্পষ্ট বলেছেন আইন প্রত্যাহার করা হবে না। তিনি এমনকী আমাদের আইন প্রত্যাহারের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যেতে বলেছেন। এর পরেই পান্ধেরের আর্জি পাঞ্জাবের যুবসমাজ বড় পদক্ষেপের জন্য তৈরি থাকুন।

    সাধারণতন্ত্র দিবসে আমরা বড় মিছিল বের করব। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তোমরের বক্তব্য, অন্য রাজ্যের কৃষকদের সঙ্গে এই নতুন কৃষি আইন নিয়ে আলোচনা হবে। আলোচনার মাধ্যমে এই আইনের কিছু অংশ সংশোধনে আমরা তৈরি।
    আগের বারের মতো এদিনও কৃষকরা সরকারের প্রস্তাবিত খাবার খাননি। নিজেরা সঙ্গে লঙ্গর নিয়ে গেছিলেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল অবশ্য তাঁদের লঙ্গরে যোগ দেননি। বিরতির সময় নিজেদের মধ্যে অন্য আলোচনা চালিয়ে গেছেন।