|
---|
সেখ মহম্মদ ইমরান, নতুন গতি, কলকাতা: বুথ লেভেল অফিসারদের জন্য ভারতে প্রথম নতুন অ্যাপ “গারুদা” (Garuda) নিয়ে এল নির্বাচন কমিশন। এই অ্যাপ গত বছরে কোভিড পরিস্থিতিতে তৈরি করা হলেও করোনা দ্রুত ছড়ানোর কারণে তা কার্যকর করা হয়নি বলে জানা গেছে। ভোটারদের সুবিধার জন্য এই ডিজিটাল অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে প্রত্যেক ভোটার ট্যাগিং থেকে পোলিং বুথের পরিকাঠামো সহ যাবতীয় তথ্য আপলোড করা যাবে। আরো জানা গেছে, এই ডিজিটাল অ্যাপে ভোটার তালিকায় নাম যোগ করা, বাদ দেওয়া অথবা ভোটার তালিকায় ঠিকানা পরিবর্তনের কাজ করতে পারবেন বি এল ও রা। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে বি এল ও দেখতে পাবেন কত আবেদন জমা পড়েছে, কটা পরীক্ষা করা হয়েছে ইত্যাদি তথ্য। এই ডিজিটাল অ্যাপের মাধ্যমে ২৫ রকমের ফ্যাসিলিটি পাওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ট্যাগিং করা যাবে। ভোটার সম্পর্কে অন্যান্য তথ্য ভূ ট্র্যাকিং করা হবে, যার মধ্যে তিনি কোথায় থাকেন, তার বাড়িতে আরও কতজন সদস্য রয়েছে ইত্যাদি। এই মোবাইল অ্যাপ নির্বাচন কাজকে অনেক সহজ করে দেবে বলে ধারণা নির্বাচন কমিশন আধিকারিকদের। নির্বাচন কমিশনের নির্দেশ মতে, বি এল ও দের এই অ্যাপ ডাউনলোড করতে হবে। আপাতত রাজ্যে এই অ্যাপের সাহায্যে ভোটকেন্দ্রের পরিকাঠামো সংক্রান্ত তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্বে পোলিং বুথে প্রতিবন্ধীদের জন্য চেয়ার টেবিল ঠিক আছে কিনা,পানীয় জলের ব্যবস্থা কেমন, ইলেক্ট্রিক ব্যবস্থা আছে নাকি, শৌচাগার ঠিকঠাক আছে নাকি, সংশ্লিষ্ট বুথের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ এর হিসাব ইত্যাদি তথ্য ছবি আপলোড করতে হয়, কিন্তু বর্তমানে এই ডিজিটাল অ্যাপের মাধ্যমে এবার দেশের সব বুথের পরিকাঠামো দেখে নিতে পারবেন নির্বাচন কমিশনের কর্তারা। কমিশন সূত্রে জানা গেছে, খুব শিগগিরই ব্লকে ব্লকে বি এল দের নিয়ে এই ডিজিটাল অ্যাপ সংক্রান্ত প্রশিক্ষণ শুরু হবে। তবে অনেক বি এল ও দের স্মার্ট ফোন সংক্রান্ত তেমন ধারণা না থাকায় এই অ্যাপ ডাউনলোড করে তাঁদের অপারেট করতে সমস্যা হচ্ছে। এই জন্য দ্রুত প্রশিক্ষণ প্রয়োজন বলে বলেন এক বুথ লেভেল আধিকারিক। তবেই এখনই বি এল ও দের এই বিষয়ে খুব বেশি না ভাবলেও চলবে । উল্লেখ্য, রাজস্থানের আলওয়ারে এই অ্যাপ প্রথম শুরু হয়।