|
---|
নিজস্ব প্রতিবেদক:- রাতভর কখনও বিয়েবাড়ি, আবার কখনও সবজি বাজারে দাপিয়ে বেড়াল দাঁতাল। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি জুড়ে আতঙ্ক। গতকাল রাত ন’টা নাগাদ একটি দাঁতাল হাতি চলে এসেছিল বাঁকুড়ার গঙ্গাজলঘাটি বাজারে। তারপর রাতভর কখনও স্থানীয় একটি বিয়ে বাড়িতে আবার কখনও স্থানীয় সবজি বাজারে দাপিয়ে বেড়াল হাতিটি। পরে বন দফতর ও এলাকাবাসীর তাড়া খেয়ে হাতিটি পার্শ্ববর্তী জঙ্গলে চলে যায়। এই ঘটনায় রাতভর কার্যত হাতির আতঙ্ক তাড়া করে বেড়াল গঙ্গাজলঘাটি এলাকার মানুষকে।এমনিতেই প্রবল গরমে গত প্রায় একমাস ধরে একপ্রকার ঘুমহীন রাত কেটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকার মানুষের। কালবৈশাখীর জেরে সম্প্রতি গরমের দাবদাহ কমলেও এ বার ঘুম ওড়াল হাতির আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত ৯’টা নাগাদ গ্রাম পার্শ্ববর্তী জঙ্গল থেকে একটি হাতি আচমকাই খাবারের খোঁজে ঢুকে পড়ে গ্রামে।প্রথমেই একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করলে গ্রাম জুড়ে ছোটাছুটি শুরু হয়ে যায়। পরে এলাকার মানুষের তাড়া খেয়ে বিয়ের অনুষ্ঠানে না গিয়ে সবজি বাজারের দিকে চলে যায় হাতিটি। সেখানে পরপর দুটি দোকানে ভাঙচুর চালিয়ে দোকানে রাখা সবজি সাবাড় করে দেয়। হাতি তাড়াতে এলাকার মানুষ বারবার বন দফতরকে তলব করলেও বন কর্মীরা অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছয় বলে অভিযোগ। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে বনকর্মীরা হাতিটিকে পার্শ্ববর্তী জঙ্গলে পাঠালে এলাকায় স্বস্তি ফেরে। হাতির হানা নিয়ে এ দিন অবশ্য মুখ খুলতে চায়নি বন দফতর।