চাঁচল কলেজে শেষ হলো দুদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

উজীর আলী, নতুন গতি, চাঁচোল: প্রতিবারের মতো এবার পালিত হলো চাঁচল কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। বৃহস্পতিবার চাঁচল কলেজ মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয বলে খবর। বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিন ধরে ক্রীড়া প্রতিযোগীতা।

    জানা যায়, ছাত্র-ছাত্রী উভয় বিভাগের ৪০০, ১০০,২০০ ও ১৫০০ মিটার দৌড়, হাই জাম্প লং জাম সহ মোট ২৪ টি ইভেন্ট ছিল। এদিনের ক্রীড়া অনুষ্ঠানে কলেজের অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষাকর্মী থেকে শুরু করে বহিরাগত ক্রীড়া প্রেমীগন উপস্থিত ছিলেন। এছাড়াও গতকাল বুধবার কলেজের পক্ষ থেকে ছেলেদের জন্য ফুটবল ও মেয়েদের জন্য খো খো খেলার আয়োজন করা হয়ছিল বলে কলেজ সূত্রের খবর।

    ক্রীড়া আয়োজক তথা কলেজের শিক্ষাকর্মী সুরজিৎ চ্যাটার্জী জানান, এবর্ষে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের স্বতঃস্ফূর্ত উৎসাহ- উদ্দীপনা রয়েছে। প্রতিবারের থেকে এবার অত্যাধিক ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছেন। খেলা শেষে জয়ী ছাত্র-ছাত্রীদের হাতে ট্রফি দিয়ে পুরস্কার তুলে দেন অধ্যাপকরা।