|
---|
নিজস্ব প্রতিনিধি : বহরমপুরে খাবির শেখকে পিটিয়ে হত্যার চার দিন পরেও সমস্ত আসামিদের গ্রেফতার না করায় তীব্র ক্ষোভ জানালো সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। শনিবার মাওলানা কামরুজ্জামানের নেতৃত্বে সংখ্যালঘু যুব ফেডারেশনের এক প্রতিনিধিদল শাহজাদপুরে গিয়ে খাবির শেখ এর পরিবারের সঙ্গে কথা বলেন। ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান অভিযোগ করেন পুলিশ অপরাধীদের আড়াল করছে। অপরাধীদের চিহ্নিত করার জন্য পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। তিনি বলেন পুলিশ অবিলম্বে সমস্ত অপরাধীদের গ্রেফতার করে নতুন আইনে বিচার প্রক্রিয়া শুরু না করলে পুলিশের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। এদিন প্রতিনিধিদলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের রাজ্য সভাপতি জাফরুল্লাহ মোল্লা, ইমাম-মুয়াজ্জিন কাউন্সিলের মাওলানা আব্দুর রাজ্জাক, আহলে সুন্নাতুল হানাফি জামাতের জেলা সভাপতি হাফেজ গোলাম রসুল, সংখ্যালঘু যুব ফেডারেশন এর আলী আকবর, জসিম উদ্দিন মোল্লা, সাফিকুর রহমান, কাজী আজিম প্রমুখ।