|
---|
নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়ি শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া দুটি ক্ষীণস্রোতা নদী ফুলেশ্বরী এবং জোড়াপানি , এই দুটো নদী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে শিলিগুড়ি পুরো নিগমের তরফ থেকে । সেই উদ্দেশ্যে এদিন আবারো সেচ ও জলপথ দপ্তরের বাস্তুকার ও অন্যান্য আধিকারিকদের সাথে নিয়ে পুরনিগমের অন্তর্গত ২২, ২৩, ২৪ ও ৩৬ নং ওয়ার্ডের নদীগুলি পরিদর্শন ও প্রয়োজনীয় গ্রহণ করেন শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব।তিনি জানান শহরের মধ্য দিয়ে বয়ে চলা ক্ষীনস্রতা দুটি নদীর সংস্কারের দায়িত্ব নিয়েছে পুরো নিগম। সেই উদ্দেশ্যে নিয়েই মেয়র সংলগ্ন ওয়ার্ড গুলি পরিদর্শন করেন।