|
---|
নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ির অন্তর্গত ইনডোর স্টেডিয়াম কে নতুন করে সাজাতে এছাড়া বোরো অফিসগুলোকে পুনঃনির্মাণ করতে বিশেষ তৎপর হয়েছে শিলিগুড়ি পুরো নিগম। এদিন শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়াম পরিদর্শনে যান শিলিগুড়ি পুরো নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, তিন নম্বর বোরোর চেয়ারম্যান মিলে সিনহা, সহ আরো অন্যান্য পুরো আধিকারিকরা। তারা শিলিগুড়ি ইনডোর স্টেডিয়াম পরিদর্শনের সাথে সাথে, ইনডোর স্টেডিয়াম লাগোয়া সিবিআই কোর্ট, ও পার্ক পরিদর্শন করেন। অদূর ভবিষ্যতে তিন নম্বর বোরো অফিস জি প্লাস টু ও জি প্লাস থ্রি করে পার্কিং এর ব্যবস্থা করা হবে। তিন নম্বর বোরো অফিস শিলিগুড়ি ইনডোর স্টেডিয়ামের স্থানান্তরিত করা হবে। পাশাপাশি অন্যান্য বোরো অফিস গুলির পুনর্নির্মাণ করা হবে। এই প্রসঙ্গে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব জানান এই কাজ করতে অন্তত দুই বছর সময় লাগবে। পাশাপাশি ইন্ডিয়া স্টেডিয়াম পার্কটির সৌন্দর্যয়ন করা হবে।