|
---|
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি শহরের চার নম্বর রেল গুমটিতে হলদিবাড়ি – নিউ জলপাইগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেনের সামনে ঝাঁপ দেয় ঐ ব্যাক্তি।মৃত ব্যাক্তির নাম জীবন দে। জলপাইগুড়ি শহরের মাসকলাইবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন তিনি এবং পেশায় ছিলেন ইরিকশাচালক।
ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ ও রেল পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। মৃত ব্যাক্তির স্ত্রী কল্পনা দে জানান, গত এক বছর থেকে তিনি স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়িতে থাকেন, আজ খবর পেয়ে ছুটে এসেছেন, তবে কি কারনে এই ঘটনা ঘটল তা জানা নেই তার।তবে তিনি এও বলেন, তার শশুরবাড়িতে সবাই আছেন,তারাই বলতে পারবেন কিভাবে এই ঘটনার সূত্রপাত।