|
---|
নতুন গতি, ওয়েব ডেক্স: ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের আজকে খেলা ডেনমার্কের সঙ্গে ফিনল্যান্ডের খেলা স্থগিত করা হল মেডিকেল এমার্জেন্সি কারনে। আজকের দ্বিতীয় দিনের খেলা শুরু হবার কিছুক্ষণ পরেই ডেনমার্কের মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে যান। ফলে প্রথমার্ধের শেষের দিকে খেলাটি অচল হয়ে পড়ে এবং তত্ক্ষণাত্ মেডিক্যাল কর্মীরা তাকে ঘিরে ফেলেন ও চিকিৎসার জন্য স্টেচারে করে স্থানীয় হসপিটালে ভর্তি করেন। ইউরো কাপের প্রতিনিধি তরফে টুইট করে আজকের ম্যাচ “মেডিকেল জরুরিতার কারণে” বাতিল ঘোষণা করা হয়েছে।